গ্রন্থমেলায় ডটবাংলা ডোমেইন নিবন্ধনের সুযোগ

নিজস্ব প্রতিবেদক : অমর একুশে গ্রন্থমেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) স্টলে সম্প্রতি চালু হওয়া ডটবাংলা ডোমেইন এর নিবন্ধন করা যাচ্ছে।

বাংলা একাডেমি প্রাঙ্গনের ভাস্করের পাশে ৫০ নম্বর স্টলে (বিটিসিএল) গিয়ে যে কেউ নিবন্ধন করতে পারবেন।

বিটিসিএলের পরিচালক (জনসংযোগ ও প্রকাশনা) মীর মোহাম্মদ মোরশেদ বলেন, ‘বইমেলার শুরুর দিন থেকেই যে কেউ অনলাইনের পাশাপাশি বিটিসিএল স্টলে ডটবাংলা ডোমেইন নিবন্ধন করতে পারবেন। বাংলা ভাষার ডোমেইন নেম নিবন্ধনের ক্ষেত্রে সাবস্ক্রিপশন চার্জ ৫০০ টাকা, বিশেষ শব্দের ডোমেইন নেম এর সাবস্ক্রিপশন চার্জ ১ হাজার টাকা। ডোমেইনের মেয়াদ এক বছর। মেয়াদ শেষে নবায়ন চার্জ সাবস্ক্রিপশন চার্জের সমপরিমাণ। মালিকানা পরিবর্তনের চার্জ ১ হাজার ৫০০ টাকা।’

মেয়াদ শেষ হওয়ার পর প্রথম ৩০ দিনের মধ্যে নবায়নের জন্য জরিমানা ৫০০ টাকা। মেয়াদ শেষ হওয়ার পর ৩১ থেকে ৯০ দিনের মধ্যে নবায়নের জন্য জরিমানা ১ হাজার টাকা।

এর আগে গত ৩১ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডটবাংলা ডোমেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত ১ জানুয়ারি থেকে এর নিবন্ধন শুরু হয়।