গ্রামীন মহিলাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ১৭জন মহিলাকে সেলাই মেশিন বিতরন

গ্রামীন মহিলাদের স্বাবলম্বী করতে বিনামূল্যে ১৭জন মহিলাকে সেলাই মেশিন বিতরন মাহফুজুর রহমান সোহাগ, নালিতাবাড়ী থেকেঃ বিধবা, স্বামী পরিত্যাক্তা, দরিদ্র গ্রামীন মহিলাদের স্বাবলম্বী করতে আজ সোমবার সকালে ৬ মাসের প্রশিক্ষিনপ্রাপ্ত ১৭ জন মহিলাকে বিনামুল্যে সেলাই মেশিন বিতরন করেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সবুজ বাংলা গ্রামীন উন্নয়ন নামে এক সংস্থা।
উপজেলার পাচগাঁও গ্রামের সংস্থার প্রধান কার্যালয়ে নির্বাহী পরিচালক খন্দকার আব্দুল আলিম (সালাউদ্দিন) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, তরফদার সোহেল রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান আঃ সবুর, আবুল কাশেম, ফারুক আহম্মেদ বকুল, সাংবাদিক সামেদুল ইসলাম তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, মেম্বার আবদুল্লাহ, সংস্থার সম্পাদক সানোয়ার হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার জাকির হোসেনসহ প্রমুখ। সহযোগিতা করেছেন বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন।