নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আজিমপুরের জঙ্গি আস্তানা থেকে গ্রেপ্তার তিন নারী জঙ্গিকে আদালতে পাঠানো হয়েছে।
রোববার সকালে তাদের পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার মো. ইউসুফ আলী।
তিনি বলেন, সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে। সুযোগ বুঝে বিচারকের সামনে নেওয়া হবে।
তিনি বলেন, ‘আমরা আশা করছি তাদের কাছ থেকে জঙ্গিদের সম্পর্কে আরো তথ্য পাব। এ জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে।’
তিন নারী জঙ্গি হলেন, তানভির কাদেরি ওরফে আবদুল করিমের স্ত্রী আবেদাতুল ফাতেমা ওরফে খাদিজা, গুলশান হামলার অপারেশনাল কমান্ডার নুরুল ইসলাম মারজানের স্ত্রী আফরিন ওরফে প্রিয়তি ও জঙ্গি বাসারুজ্জামানের স্ত্রী শায়লা আফরিন।
এর আগে শনিবার দুপুরে তিন নারী জঙ্গিকে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়। এরা ১০ সেপ্টেম্বর থেকে শনিবার পর্যন্ত ২৯ দিন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
গত ১০ সেপ্টেম্বর পুরান ঢাকার আজিমপুরের একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে নব্য জেএমবির সমন্বয়ক তানভীর কাদেরি নিহত হন। আস্তানা থেকে তিন নারী জঙ্গিকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হন।