মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে ।
মঙ্গলবার ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রচণ্ড কুয়াশার কারণে দুর্ঘটনার আশঙ্কায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এছাড়া মাঝ নদীতে তিনটি ফেরি নোঙর করে রাখা হয়েছে।