
ক্রীড়া ডেস্ক : উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের শেষ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে ঘরের মাঠের ওই ম্যাচে ২-২ ব্যবধানের ড্রয়ে গ্রুপ টেবিলের শীর্ষ স্থান হারিয়েছে লস ব্লাঙ্কোসরা।
এস্তাদিও সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরুর দিকে এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদই। করিম বেনজেমার জোড়া গোলে এগিয়ে থাকায় জয়ের জন্য বেশ আত্মবিশ্বাসী ছিল দলটি। কিন্তু ঘরের মাঠে শেষ মুহুর্তে গোল হজমের কারণে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি জিনেদিন জিদানের দল।
ম্যাচের ২৮ মিনিটে করিম বেনজেমার গোল প্রথমে উচ্ছ্বাসে ভাসায় সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।
বিশ্রাম শেষে মাঠে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে চমৎকার হেডে নিজের দ্বিতীয় গোলে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন বেনজেমা। তবে প্রতিপক্ষের মাঠে এ ব্যবধানে পিছিয়ে পরার পর গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠে ডর্টমুন্ড। ম্যাচের ৫৮ মিনিটে পিয়েরে আবামেয়াংয়ের গোলে একটি গোলের শোধ দেয় সফরকারীরা।
এরপর রিয়াল সমর্থকদের হতাশায় ভাসান ডর্টমুন্ড খেলোয়াড় মার্কো রেউস। বদলি হিসেবে মাঠে নেমে নির্ধারিত সময়ের দুই মিনিট আগে গোল করে দলের ব্যবধান ২-২ করেন তিনি। জার্মান এ তারকার গোলের পর আর কোনো গোল হয়নি ম্যাচটিতে। ফলে এ ব্যবধানে ড্র নিয়েই মাঠ ছেড়েছে দু’দল।
এ ড্রয়ের ফলে চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ ‘এফ’ এ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বরুশিয়া ডর্টমুন্ড। ৬ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট জমা রয়েছে দলটির স্কোরশিটে। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।