
ক্রীড়া ডেস্ক : এবার ঘরের মাঠে হোঁচট খেল ম্যানচেষ্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের ১৮তম স্থানে থাকা সোয়ানসিটির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে রেড ডেভিলসরা। এর আগের ম্যাচে গত বৃহস্পতিবার ম্যানচেস্টার ডার্বিতে সিটির বিপক্ষে গোলশূন্য ড্র করে হোসে মরিনহোর শিষ্যরা।
আজকের ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ চারে উঠার সহজ সুযোগ হাতছাড়া করল ম্যানেচস্টার ইউনাইটেড। ৩৩ ম্যাচে ১৭ জয়ে ৬৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে অবস্থান করছে রুনিরা। এক ম্যাচ কম খেলে সমান সংখ্যক পয়েন্ট নিয়ে চারে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি।
রোববার ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে গোল করেন অধিনায়ক ওয়েন রুনি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে স্পট কিক থেকে গোল করে রেড ডেভিলদের এগিয়ে নেন রুনি। এ গোল দিয়ে প্রথম ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড় হিসেবে পেনাল্টি থেকে ২০টি গোল করার রেকর্ড গড়েন রুনি।
১-০ তে এগিয়ে বিরতিতে যাওয়া ম্যানচেস্টার দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে দিলেও গোলের দেখা পায়নি। উল্টো ৭৯ মিনিটে গোল হজম করে বসে তারা। ২৭ বছর বয়সি মিডফিল্ডার গিলফি সিগার্ডসন গোল করে সোয়ানসিটিকে সমতায় ফেরান। আইসল্যান্ডের এ ফুটবলার এ নিয়ে টানা তৃতীয় ম্যাচে অ্যাওয়ে গোল করার কৃতিত্ব দেখান। সবশেষ ২০১৫ সালের এপ্রিলে টানা তিন অ্যাওয়ে ম্যাচে গোল করেছিলেন সিগার্ডসন। এ গোলে পরাজয় এড়ায় সোয়ানসিটি। গুরুত্বপূর্ণ ১ পয়েন্টও তাদের ঝুলিতে যোগ হয়।