ঘরোয়া পদ্ধতিতে তৈরি করুন ‘আইশ্যাডো’

আপনি হয়ত নিজে মেকআপ করা খুব একটা পছন্দ করেন না। কিন্তু মেকআপ আর্টিস্ট হিসাবে পাড়ায় বেশ নাম ডাক রয়েছে। তাই আপনার জন্য রইল ঘরোয়া পদ্ধতিতে আইশ্যাডো তৈরি করার টিপস।

• উপকরণ—

১. কোকো পাউডার
২. জায়ফল গুঁড়ো
৩. শুকনো বিট গুঁড়ো
৪. হলুদ গুঁড়ো
৫. কাবাবচিনি গুঁড়ো
৬ অ্যারারুট পাউডার
৭ শিয়া বাটার

ঘরোয়া পদ্ধতিতে আইশ্যাডো তৈরি করার উপকরণ

• পদ্ধতি—

১. প্রথমে একটি কাচের পাত্রে প্রত্যেকটি উপকরণ ১/৪-১/২ চা-চামচ অনুপাতে মিশিয়ে নিন। এবার, যদি হালকা রং চান তাহলে অল্প অ্যারারুট এবং যদি ডার্ক শেড চান তাহলে বেশি পরিমাণে অ্যারারুট মেশাবেন। প্রথমে অল্প পরিমাণে মেশানোই ভাল, কারণ প্রয়োজনে পরেও মেশানো যেতে পারে।

২. এরপর ভাল করে মেশাতে থাকুন যতক্ষণ না আপনার পছন্দ অনুযায়ী রং না পাচ্ছেন।

৩. পছন্দ মতো রং পাওয়ার পরে ১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার মিশিয়ে নিন। এবার চামচের পিছন দিকটি দিয়ে আলতো করে মেশাতে থাকুন। শিয়া বাটার আইশ্যাডোতে একটা ময়শ্চারাইজিং টেক্সচার দেবে।

• মলিন গোলাপি১. ১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
২. ১/২ চা-চামচ শুকনো বিটের গুঁড়ো
৩. ১/৮ চা-চামচ কোকো পাউডার
৪. ১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার

• উজ্জ্বল বেগুনি বা মভ

১. ১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
২. ৩/৪ চা-চামচ কাবাবচিনি গুঁড়ো
৩. ৩/৪ চা-চামচ শুকনো বীটের গুঁড়ো
৪. ১/২ চা-চামচ কোকো পাউডার
৫. ১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার

• লাইট ব্রাউন

১. ১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
২. ৩/৪ চা-চামচ কোকো পাউডার
৩. ১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার

• গোল্ডেন ব্রাউন

১. ১/২ চা-চামচ অ্যারারুট পাউডার
২. ৩/৪ চামচ জায়ফল পাউডার
৩. ১/৪-১/২ চা-চামচ হলুদ গুঁড়ো
৪. ১/৪-১/২ চা-চামচ শিয়া বাটার