ঘুষের টাকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আটক

মাহবুব রহমানঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে ঘুষের টাকাসহ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২ লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে।
সোমবার (০৭ আগস্ট) দুপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে তাদের আটক করা হয়েছে। আটকদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের পিয়ন সিদ্দিকসহ আরও একজন রয়েছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম সাংবাদিককে বিষয়টি নিশ্চিত করেছেন।