ঘুষ দিতে গিয়ে ধরা, তিন মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : ঘুষ দেওয়ার সময় সোমবার হাতেনাতে ধরা পড়েছেন এক ব্যক্তি।

শহিদ হোসেন নামের ওই ব্যক্তিকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ঢাকা জেলা প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্ত ব্যক্তির কাছে থাকা ২০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এবং তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার বিকেলে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপ্তিময়ী জামান এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, অভিযুক্ত মো. শহিদ হোসেন ঢাকা জেলা প্রশাসনের অর্পিত সম্পত্তি শাখার সহকারী কমিশনার দীপ্তিময়ী জামানকে অর্পিত সম্পত্তি মামলা নাম্বার ১১৭/১৯৭৫ এর সিদ্ধান্ত বেআইনিভাবে পরিবর্তনের জন্য ২০ হাজার টাকা ঘুষ দেওয়ার চেষ্টাকালে টাকাসহ হাতেনাতে আটক হন।

তিনি আরো জানান, অভিযুক্ত শহীদ হোসেনকে মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৭(২) ধারার বিধান মোতাবেক দণ্ডবিধি-১৮৬০ অনুযায়ী দোষী সাব্যস্ত করে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয় এবং জব্দকৃত ২০ হাজার টাকা সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়।

শহীদ হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। তিনি রাজধানীর মাদারটেকের বাসিন্দা।