চকলেট খেলে মিলবে শারীরিক সমস্যার সমাধান

ছোট বড় সবাই পছন্দ করে চকলেট। প্রতিদিন ১০০ গ্রাম করে চকলেট খেলেই মিলবে সব শারীরিক সমস্যার সমাধান। গবেষকরা বলছেন, এই খাবারটি যদি খাওয়া যায় তবে অনেকটাই কমবে মৃত্যু ঝুঁকি।রোগাক্রান্তের ক্ষেত্রে প্রতিক্রিয়া আলাদা হবে।

ব্রিটিশ মেডিকেল জার্নাল গ্রুপের ‘হার্ট’ সাময়িকীতে সম্প্রতি প্রকাশিত এই গবেষণা বেশ সাড়া ফেলেছে। ‘ডার্ক চকলেট’ এর কিছু স্বাস্থ্য উপকারিতার কথা অনেক দিন ধরেই আলোচিত হলেও নতুন এই গবেষণায় দেখা গেছে ‘মিল্ক চকলেট’ এর ক্ষেত্রেও প্রায় একই রকম উপকার পাওয়া যাচ্ছে।

স্কটল্যান্ডের এবারডিন বিশ্ববিদালয়ের গবেষকেরা ১২ বছর ধরে ২১ হাজার মানুষের ওপর চকলেটের প্রতিক্রিয়া নিয়ে এই গবেষণা চালিয়েছেন। এতে দেখা যায়, নিয়মিত ১০০ গ্রামের মতো চকলেট খেলে হৃদ্‌রোগ থেকে মৃত্যুর ঝুঁকি প্রায় ২৫ ভাগ কমে যায়। পাশাপাশি স্ট্রোক থেকে মৃত্যুর ঝুঁকিও প্রায় ২৩ ভাগ কমে যায়।

চকলেট খেলে যে স্বাস্থ্য ভালো হয়, সে সম্পর্কে কোনো দ্বিমত নেই চিকিৎসকেদের। তবে পাশাপাশি পার্শ্ব-প্রতিক্রিয়াগুলোর বিবেচনা করে অন্ধভাবে চকলেটের ওপর নির্ভর না করারই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।