
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : হ্যামার স্ট্রেংথ জিম অ্যান্ড ফিটনেস সেন্টারের চেয়ারম্যান সৈয়দ রুম্মান আহাম্মেদ জানান, পিরাসাক বিশ্বের খ্যাতনামা একজন বডি বিল্ডার। তিনি নির্বাচিত হয়েছেন মিস্টার পাতায়া-২০১৬ খেতাবে। তার ক্যারিয়ারের ঝুলিতে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাওয়া অসংখ্য পুরস্কার। তিনি ভারতীয় ও থাইল্যান্ডের ১০টি মুভিতে অ্যাকশন দৃশ্যে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। পিরাসাক হ্যামার স্ট্রেংথ-এর সদস্যদের শরীর চর্চা, শরীর গঠন এবং ফিটনেস বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত প্রশিক্ষক হিসেবে কাজ করবেন তিনি।
বিশ্বখ্যাত বডি বিল্ডার ও শরীরচর্চা প্রশিক্ষক এবং ভারতীয় চলচিত্রের অ্যাকশন দৃশ্যের অভিনেতা মিস্টার পিরাসাক চট্টগ্রামের ব্র্যান্ড জিম হ্যামার স্ট্রেংথ-এ শরীরচর্চা প্রশিক্ষক হিসেবে যোগ দিয়েছেন।
প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে পিরাসাক চট্টগ্রামের হ্যামার স্ট্রেংথ-এ শরীরচর্চা প্রশিক্ষক হিসেবে চলতি সপ্তাহ থেকে কাজ শুরু করেছেন।
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেইটস্থ ইভস সেন্টারে অবস্থিত হ্যামার স্ট্রেংথ জিম অ্যান্ড ফিটনেস সেন্টারে পুরুষ ও নারী শাখায়, ভারত, শ্রীলংকাসহ বিভিন্ন দেশের ফিটনেস ও ইয়োগা প্রশিক্ষক শরীর চর্চা ও শরীর গঠনের প্রশিক্ষন দেন। চট্টগ্রামের সর্ববৃহৎ এবং সর্বাধুনিক এই ফিটনেস সেন্টারের সদস্য সংখ্যা সহস্রাধিক।