নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা থেকে মিনু বেগম (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার দুপুরে সীতাকুণ্ডের সোনারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি থেকে পাঁচটি ড্রাম ভর্তি ১০০ লিটার চোলাই মদ এবং আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান জানান, মিনু বেগম সীতাকুণ্ডের একজন আলোচিত মাদক ব্যবসায়ী। শনিবার তার বাড়িতে অভিযান চালিয়ে মদ ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় মিনু বেগমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, মিনু বেগমের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে ৮টি মামলা রয়েছেন।