
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সোমবার সকালে জোরারগঞ্জ থানার অলিনগর এলাকায় নিজ বাড়ির সামনেই এই যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
নিহত গোলাম মোস্তফা ১ নম্বর করেরহাট ইউনিয়ন যুবলীগের সহসভাপতি বলে দলীয় সূত্র জানিয়েছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল কবির হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার সকালে বাড়ির সামনে রাস্তার ওপর মোস্তফার লাশ পড়ে থাকতে দেখে তার স্ত্রী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাত রয়েছে। পারিবারিক বিরোধ কিংবা পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে পুলিশ ধারণা করছে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতের লাশ চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।