চট্টগ্রামে আগুন লেগে ১০টি বসতঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে আগুন লেগে ১০টি বসতঘর পুড়ে গেছে।

সোমবার ভোরে পতেঙ্গা থানার কাটগড় এলাকার শরাফত আলীর বাড়িতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ ঘটনা ঘটে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক কামাল উদ্দিন জানান, কাটগড় এলাকার শরাফত আলীর বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চট্টগ্রাম বন্দর ও ইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ১০টি বসতঘর পুড়ে গেছে।