চট্টগ্রাম : চট্টগ্রামে ৫ হাজার পিস ইয়াবাসহ মজিবুর রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে মহানগরীর ফিরিঙ্গিবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
চট্টগ্রাম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেট্রো অঞ্চলের উপ-পরিচালক আলী আসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এ সময় চালকের সামনের ক্যাসেট প্লেয়ারের ভিতর থেকে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে বাসচালক মজিবুর রহমানকে আটক করা হয়।