নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং থানার শেখ মুজিব রোড এলাকায় সিটি করপোরেশনের একটি ডাস্টবিন থেকে দুই নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।। সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ জাবেদ হোসেন খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শেখ মুজিব সড়ক দিয়ে চলাচলের সময় পথচারীরা একই ডাস্টবিনে দুটি নবজাতকের লাশ দেখতে পায়। পরে উৎসুক জনতার ভিড় জমে। এ সময় পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে খবর দেওয়া হয়। পরে পুলিশকে জানিয়ে স্থানীয়রা দুই নবজাতকের লাশ পার্শ্ববর্তী কবরস্থানে কবর দেওয়ার ব্যবস্থা করে।
স্থানীয়রা ধারণা করছেন, জন্মের পরই এই দুই নবজাতককে ডাস্টবিনে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে।
এর আগে গত ২০ ফেব্রুয়ারি নগরীর কর্নেল হাট এলাকার লাইফ কেয়ার ডায়াগনস্টিক এলাকার ড্রেন থেকে এক নবজাতককে জীবিত অবস্থায় উদ্ধার করেন আকবর শাহ থানার অফিসার ইনচার্জ মোহাম্মমদ আলমগীর। পরে ওসি নিজ উদ্যোগে এই নবজাতককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করেন। শিশুটি এখন অনেকটা সুস্থ বলে ওসি জানিয়েছেন।