চট্টগ্রামে করোনার ঝুঁকিতেও রেল পাহারায় নিরাপত্তা বাহিনী

জেলা প্রতিবেদকঃ করোনা ভাইরাসের কারণে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ। রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা অনেকে ছুটিতে। যারা দায়িত্ব পালন করছেন তারাও কাজ করছেন পালাক্রমে।
কিন্তু ঝুঁকি সত্ত্বেও রেলওয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন আরএনবির সদস্যরা। দিনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, বাসস্থানসহ বিভিন্ন জায়গায় জীবাণুনাশক স্প্রে ছিটাচ্ছেন। আর রাতে পাহারা দিয়ে রেলওয়ের সম্পদ রক্ষা করছেন।
আরএনবির পরিদর্শক আমান উল্লাহ আমান বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অনেকগুলো ট্রেন আছে, সেগুলো রাত জেগে পাহারা দিচ্ছেন আরএনবির সদস্যরা। প্রত্যেক ট্রেন ২জন করে পাহারা দিচ্ছেন। সবমিলিয়ে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ৩০জন সদস্য কাজ করছেন।
তিনি বলেন, রাতে পাহারা আর দিনে বিভিন্ন জায়গায় জীবাণুনাশক ছিটানো হচ্ছে। পাশাপাশি রেলওয়ে কার্যালয় পরিষ্কার রাখতেও তদারকি করা হচ্ছে।