নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বৃহত্তম বাণিজ্যকেন্দ্র কোতোয়ালি থানার খাতুনগঞ্জ এলাকায় একটি গার্মেন্টস কারখানায় আগুন লেগে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকালের দিকে বৈদ্যুতিক শট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে।
চট্টগ্রামের আগ্রাবাদস্থ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা বিষু দাশ জানান, সকাল ৬টার দিকে খাতুনগঞ্জ আমিন মার্কেট এলাকায় একটি পাঁচতলা ভবনের শীর্ষ তলায় অবস্থিত বড়মিয়া ফ্যাশন গার্মেন্টে আগুনের এই ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন এবং লামার বাজার ফায়ার সার্ভিস স্টেশন থেকে পাঁচটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারখানার মেশিনারিজ ও তৈরি পোষাক পুড়ে গিয়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।