চট্টগ্রাম : চট্টগ্রামে কোটি টাকার ২ কেজি আফিম উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় দুইজনকে আটক করা হয়।
বুধবার রাতে নগরীর চাঁদগাও থানার বহদ্দারহাট এলাকা থেকে এ আফিম উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
চট্টগ্রাম র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) চন্দন দেবনাথ রাইজিংবিডিকে বলেন, বুধবার রাতে র্যাব-৭ এর চান্দগাঁও সিপিসি-৩ ইউনিটের একটি দল বহদ্দারহাট (শাহ আমানত সংযোগ সড়ক) হাইওয়ে কমপ্লেক্সের সামনে অভিযান চালায়। এ সময় ২ কেজি আফিমসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।