নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার ঈদগাঁ এলাকায় ভাগিনার হাতে খুন হয়েছেন আপন খালা।
নিহতের নাম জুলি আক্তার (১৯)। খালাকে খুন করে আত্মহত্যার চেষ্টা করে ভাগিনা রাসেল (১৬)।
সোমবার রাতে উপর্যুপরি ছুরিকাঘাতে জুলিকে খুন করা হয়।
পুলিশ ঘটনার পর রাসেলকে গ্রেপ্তার করেছে। আগামী সপ্তাহে জুলির আনুষ্ঠানিকভাবে বিয়ে হওয়ার কথা ছিল বলে নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাতে ভাগিনা রাসেল তার আপন খালা জুলিকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। এরপর সে নিজেও নিজের শরীরে একাধিক ছুরিকাঘাত করে।
পরিবারের সদস্যরা জুলি ও রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুলিকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ আহত অবস্থায় রাসেলকে গ্রেপ্তার করে। রাসেল পুলিশ প্রহরায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এ ব্যাপারে পুলিশ নিশ্চিত করে কিছু বলতে পারেনি।