চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি গরু বোঝাই ট্রাক দুর্ঘটনায় সুমন আলী (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে।
শনিবার সকালে এই দুর্ঘটনার পর গুরুতর আহত সুমনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
দুর্ঘটনায় ইসরাফিল ও জাহিদুর রহমান নামের আরও দুই ব্যক্তি আহত হয়েছে। তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দায়িত্বরত পাঁচলাইশ থানার এসআই আজিজুর রহমান জানান, সকালে ঢাকা থেকে গরু বোঝাই একটি ট্রাক চট্টগ্রামে আসার পথে মিরসরাই উপজেলার বরতাকিয়া নামক এলাকায় ট্রাকে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে সুমনসহ তিনজন গরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সুমন মারা যায়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।