নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পতেঙ্গা থানার বন্দরটিলা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঐশি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার গভীর রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, শনিবার নিজ বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বছর বয়সী কন্যাশিশু ঐশি ও তার বাবা রাজু দগ্ধ হন। তাদের হাসপাতালে ভর্তি করা হলে গভীর রাতে ঐশি মারা যায়।