চট্টগ্রামে ছুরিকাঘাতে মাদক মামলার এক আসামি গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর আদালত ভবনে সহযোগীদের ছুরিকাঘাতে মোহাম্মদ জুয়েল (২৮) নামে মাদক মামলার এক আসামি গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে আদালত ভবনের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী জানান, জামিনে থাকা চার সহযোগীসহ জুয়েল মাদক মামলায় হাজিরা দিতে আদালত ভবনের তৃতীয় তলায় এজলাসের দিকে যাচ্ছিলেন। এ সময় কথা কাটাকাটির জের ধরে জুয়েলের পেট, উরু ও শরীরের কয়েকটি জায়গায় ছুরিকাঘাত করে তার সহযোগীরা। জুয়েল দৌড়ে মহানগর যুগ্ম জেলা জজ আদালতের ভিতরে আশ্রয় নিলে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জুয়েলকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।