চট্টগ্রাম : চট্টগ্রাম মহাগরীর খুলশী থানার পাহাড়তলী চক্ষু হাসপাতালসংলগ্ন এলাকায় এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার সকলে খুলশি থানা পুলিশ যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। তবে নিহত যুবকের কোনো পরিচয় জানা যায়নি।
খুলশি থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। এই যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা। লাশ ময়নাতদন্তের জন্য মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। লাশের পরিচয় এখনো জানা যায়নি।