বন্দরনগরী চট্টগ্রামে জঙ্গিবাদবিরোধী সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
‘জঙ্গিবাদ রুখবেই তারুণ্য’ শ্লোগানে শুক্রবার সকালে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামসংলগ্ন জিমনেশিয়াম চত্বর থেকে এই সাইকেল র্যালি শুরু হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং সিটি করপোরেশনের সহায়তায় জঙ্গিবাদবিরোধী র্যালির উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। বক্তব্য রাখেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।
উদ্বোধনের পর সাইকেল র্যালিটি স্টেডিয়াম থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আবার এমএ আজিজ স্টেডিয়ামে এসে শেষ হয়। র্যালিতে প্রায় দুই শতাধিক তরুণ-তরুণী জঙ্গিবাদবিরোধী শ্লোগান লেখা টি-শার্ট পরে অংশ নেন এবং জঙ্গিবাদবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন।