নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের পাহাড়তলী থানা এলাকায় একটি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে একটি দোতলা বাড়িতে অভিযান শুরু করে র্যাব-৭ এর সদস্যরা। অভিযান শেষে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ জঙ্গিবাদী বই, বিস্ফোরক ও ল্যাপটপ জব্দ করা হয়েছে। এ ছাড়া সন্ত্রাসীরা রুমের মধ্যে আগুন ধরিয়ে গুরুত্বপূর্ণ কাগজ ও ল্যাপটপ পুড়িয়ে দিয়েছে।
র্যাবের গণমাধ্যমে শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ঘটনাস্থলে যান। সেখানে তিনি সাংবাদিকদের জানান, আটককৃতরা সবাই হরকাতুল জিহাদের (হুজি) সদস্য।
চট্টগ্রাম র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন আহাম্মেদ বলেন, অস্ত্রসহ পাঁচ জঙ্গিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।