চট্টগ্রাম : চট্টগ্রামে গোধূলী এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ।
রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিবহন কর্মকর্তা মিয়া জাহানকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান প্রকৌশলী শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হারুনুর রশিদ ও চিফ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার চন্দন কান্তি দাশ।
প্রসঙ্গত, বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে গোধূলী এক্সপ্রেস ট্রেনটি নগরীর পাহাড়তলী ক্রসিংয়ে লাইন পরিবর্তন করার সময় চারটি বগি লাইনচ্যুত হয়।