চট্টগ্রামে দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রামে আগামীকাল ঈদ অনুষ্ঠিত হবে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার দক্ষিণাঞ্চলের প্রায় অর্ধশতাধিক গ্রামে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

জেলার সাতকানিয়া উপজেলার মির্জারখীল দরবার শরীফের পীরের প্রবর্তিত রীতিতে সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতিবছর এসব গ্রামে একদিন আগেই ঈদুল ফিতর ও ঈদুল আজহা অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জানান, মির্জারখীল দরবার শরীফের প্রতিষ্ঠাতা শাহ জাঁহাগীর হযরত শেখুল আরেফীন প্রায় দুই শতাধিক বছর পূর্বে এই রীতি প্রচলন করেন। এর পর থেকে ধারাবাহিকভাবে তার মুরিদরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগে তারাবির নামাজ আদায়, রোজা পালন, ঈদুল ফিতর ও ঈদুল আজহাসহ যাবতীয় ধর্মীয় দিবস পালন করে আসছেন।

দরবার শরীফের বর্তমান পীর শাহ জাঁহাগীর হযরত তাজুল আরেফীনের বড় ছেলে ড. হযরত মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে সাতকানিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের প্রায় অর্ধশতাধিক গ্রামে আগামীকাল শুক্রবার তারা ঈদুল আজহা উদযাপন করবেন। কাল সকাল ১০টায় দরবার শরিফ প্রাঙ্গণে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে।

দরবার শরীফ সূত্রমতে, সাতকানিয়ার মির্জাখীল, চরতি, সুইপুরা, বাজালিয়া, মনেয়াবাদ, পুরানগড়, গাটিয়াডেঙ্গা, মার্দাশা, রূপনগর, আলীনগর, সাতকানিয়া সদর, চন্দনাইশের বরকল, কেশুয়া, চর বরমা, হাশিমপুর, দোহাজারী, হাছনদন্ডী, বাইনজুরি, কানাইমাদারি, সাতবাড়িয়া, চন্দনাইশ সদর, কাঞ্চননগর, পূর্ব হারালা, বাঁশখালীর পুঁইছড়ি, চাম্বল, ডোংরা, কালিপুর, শেখেরখীল, ছনুয়া, ভাদালিয়া, বড়ঘোনা, লোহাগাড়ার চুনতি, আধুনগর, চাকফিরানী, আমিরাবাদ, পুঁটিবিলা, কলাউজান, বড়হাতিয়া, আনোয়ারার বরুমছড়া, তৈলারদ্বীপ, খাসহামা, কাটাখালী, বোয়ালখালী ও পুটিয়ার কয়েকটি গ্রামসহ অর্ধশতাধিক গ্রামের দরবারের মুরিদরা শুক্রবার ঈদুল আজহা উদযাপন করবেন।

যেসব এলাকায় মির্জাখীল দরবার শরীফের অধিক সংখ্যক মুরিদ রয়েছেন সেসব এলাকায় পৃথকভাবে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। আর যেখানে মুরিদ সংখ্যা কম তারা মির্জাখীল দরবার শরীফ এলাকায় গিয়ে ঈদের নামাজ আদায় করবেন। পরে বাড়ি ফিরে গিয়ে পশু কোরবানি দিবেন।

এ ছাড়াও চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, সন্ধীপ, কক্সবাজারের টেকনাফ, কুতুবদিয়া, মহেশখালী, চকরিয়া, বান্দরবানের লামা, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, হাতিয়া, কুমিল্লা, সিলেট, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, ঢাকার মোহাম্মদপুর, খুলনা, কুষ্টিয়া, যশোর, চুয়াডাঙ্গা, নাটোর, রাজশাহী, রংপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, বরিশাল, ফরিদপুর ও নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থানে থাকা মির্জাখীল দরবার শরীফের মুরিদগণ একই দিনে ঈদুল আজহা উদযাপন করবেন বলে জানা গেছে।

মির্জাখীল দরবার শরীফের মুখপাত্র ও মির্জাখীল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক বজলুল করিম চৌধুরী জানান, মির্জাখীলের প্রায় পুরো গ্রামের মানুষ আগামীকাল শুক্রবার ঈদুল আজহার নামাজ আদায় ও কুরবানি দিবেন। সকাল ১০টায় দরবার প্রাঙ্গণে ঈদের নামাজ পড়াবেন দরবার শরীফের বর্তমান পীর শাহ জাঁহাগীর হযরত তাজুল আরেফীনের বড় ছেলে ড. হযরত মাওলানা মোহাম্মদ মকছুদুর রহমান।