নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানার আকমল আলী রোডের বেড়িবাঁধ এলাকা থেকে ডাকাত দলের সদস্য আলতাফ হোসেন ওরফে ডাকাত আলতাফকে (৪৫) আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে দুটি দেশীয় তৈরি বন্দুক ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইপিজেড থানা পুলিশ এই ডাকাত সদস্যকে আটক করে।
ইপিজেড থানার এইআই মোহাম্মদ নাসিম ডাকাত আটক ও অস্ত্র উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন খবরের ভিত্তিতে সন্ধ্যায় পুলিশ আকমল আলী রোড়ের বেড়িবাঁধে অভিযান পরিচালনা করে। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে চিহ্নিত ডাকাত আলতাফকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা দুটি দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই এসআই।