চট্টগ্রামে দেয়াল চাপা পড়ে এক ব্যক্তি নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার বালুর মাঠ এলাকায় দেয়াল চাপা পড়ে এরশাদ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সন্তোষ চাকমা জানান, সকালে হঠাৎ করে ঝড়-বৃষ্টি শুরু হলে বালুর মাঠ এলাকায় একটি দেয়াল ধসে পড়লে এরশাদ মিয়া গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।