চট্টগ্রামে নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার

লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জেলার পটিয়া উপজেলার পাইরুল গ্রামের নিজ বাড়ি থেকে ইসরাত জাহান (২০) নামের এক নারী পুলিশ সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে পটিয়া থানা পুলিশ তার লাশ উদ্ধার করে। ইসরাত জাহান পটিয়া পাইরুল ইউনিয়নের ইউনুস মিয়ার মেয়ে। তিনি চট্টগ্রাম নগর পুলিশের দামপাড়া পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

পটিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, ইসরাত জাহান শারীরিক অসুস্থতার কারণে কর্মস্থল থেকে ছুটি নিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।

পটিয়া থানার এস আই আলমাস হোসাইন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।