চট্টগ্রামে পদদলিত হয়ে নিহতের ঘটনায় তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরীর কুলখানি উপলক্ষে আয়োজিত মেজবানে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাশহুদুল কবীরকে প্রধান করে মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠন করা হয়।

মঙ্গলবার দুপুর থেকে তদন্ত কমিটি কাজ শুরু করবে বলে নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের স্টাফ অফিসার রমিজ আলি।

চট্টগ্রাম জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, চট্টগ্রামের রীমা কনভেনশন সেন্টারে মহিউদ্দিন চৌধুরীর মেজবান খেতে গিয়ে ভিড়ের চাপে পদদলিত হয়ে ১০ জন নিহতের ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটির প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাশহুদুল কবীরকে। কমিটির অন্য সদস্যরা হলেন- চট্টগ্রামের সহকারী সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন কবির, নগর পুলিশের চকবাজার জোনের সহকারী কমিশনার নোবেল চাকমা, গণপূর্ত উপ বিভাগের প্রকৌশলী এসএম শাহরিয়ার নেওয়াজ ও ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান। তদন্ত কমিটিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আগামী ৭ কার্যদিবসের মধ্যে সুপারিশসহ রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।