নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় পিকনিকের বাস উল্টে ১৫ জন আহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার বাড়বকুণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হবিগঞ্জ থেকে গ্রামীণফোনের সিম কার্ড বিক্রেতা এজেন্টদের উদ্যোগে কক্সবাজারে পিকনিকে যাচ্ছিল ৪০ জনের একটি দল। তাদের বহনকারী বাসটি সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১৫ জন আহত হন।
সীতাকুণ্ড স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক বিবেক দাশ জানান, সড়ক দুর্ঘটনায় আহত বেশ কয়েকজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। একজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।