চট্টগ্রামে প্রজন্মলীগ সভাপতিকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের পটিয়া উপজেলায় প্রজন্মলীগের ইউনিয়ন সভাপতি মোহাম্মদ বাহাদুরকে (৩২) ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কোলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। বাহাদুর পটিয়া উপজেলার কোলগাঁও ইউনিয়ন প্রজন্মলীগের সভাপতি ছিলেন।

পটিয়া থানার এএসআই রিয়াজ উদ্দিন বলেন, রাতে ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেলার পথে দুর্বৃত্তরা বাহাদুরকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঠিকাদারী ব্যবসার বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।