চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে বন্দুক ও গুলিসহ আবদুল আলিম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার ভোরে গোয়েন্দা পুলিশের পরিদর্শক হুমায়ুন কবীরের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
হুমায়ুন কবীর রাইজিংবিডিকে জানান, গোয়েন্দা পুলিশের একটি দল বাকলিয়া থানার মাস্টারপুল ছালা কলোনির সেলিনা আক্তারের ভাড়া ঘর থেকে বন্দুক ও ১৩টি গুলিসহ আলমকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বাকলিয়া থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।