নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হালিশহর এলাকায় বন্ধুর ছুরিকাঘাতে মাসুদ মিয়া (৩১) নামে এক যুবক খুন হয়েছেন।
সোমবার ভোরে এ ঘটনা ঘটে বলে পুলিশ নিশ্চিত করেছে। এ ঘটনার পর ঘাতক পালিয়ে গেছে।
হালিশহর থানার অফিসার ইনচার্জ মাহফুজুর রহমান জানান, হালিশহর থানার বি ব্লকের ২ নম্বর সড়কের ৩ নম্বর বাড়িতে মাসুদ ও হোসেন নামে দুই বন্ধু বসবাস করতেন। সোমবার ভোরে দুই বন্ধুর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে মাসুদ মিয়াকে ছুরিকাঘাত করে পালিয়ে যান হোসেন। মাসুদ মিয়ার চিৎকার শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।