
চট্টগ্রাম : চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার উপকূলীয় টেংগার চর থেকে বিপুল অস্ত্রসহ ১৯ জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড।
রোববার রাতে কোস্টগার্ড পূর্ব জোনের একটি দল জলদস্যুদের আটক করে।
কোস্ট গার্ড পূর্ব জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি দল টেংগার চরে অভিযান পরিচালনা করে। এ সময় বিসমিল্লাগ্রুপ নামে একটি জলদস্যু গ্রুপের ১৯ জলদস্যুকে আটক করতে সক্ষম হয় কোস্টগার্ড।
আটক জলদস্যুদের কাছ থেকে ছয়টি পাইপগান, দুটি পিস্তল, দুটি চাপাতি, ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে তাদের সন্দ্বীপ থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়।