নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬৭ জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
রোববার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানে ৭ হাজার ৩৬৩ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
নগর পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চলমান বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা থেকে বিভিন্ন মামলার আসামিসহ ৬৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২৪ ঘণ্টায় ৭৫৫ মামলা : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গের দায়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ৭৫৫টি মামলা দায়ের করেছে ট্রাফিক বিভাগ। রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এসব মামলা দায়ের করা হয়।