চট্টগ্রামে বৈঠক থেকে ২ জামায়াতকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের মুরাদপুর এলাকার একটি ক্লাবে বৈঠক করার সময় দুই জামায়াতকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার গভীর রাতে মুরাদপুরের দর্পণ ক্লাবে বৈঠক করার সময় তাদের আটক করা হয়।

চট্টগ্রাম নগর পুলিশের উপকমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারিশ রাইজিংবিডিকে বলেন, জামায়াত নেতাকর্মীদের বৈঠক করার খবর পেয়ে দর্পণ ক্লাবে অভিযান চালানো হয়। এ সময় দুই জামায়াতকর্মীকে আটক করা হয়। অন্যরা পালিয়ে যায়।