নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের একটি ছয় তলা ভবনে রহস্যজনক বিস্ফোরণে এক পরিবারের চারজন আহত হয়েছেন।
শুক্রবার ভোরে মহানগরীর বাকলিয়া থানার দেওয়ান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দেওয়ান বাজার নিরাপদ আবাসিক এলাকার মাদরাসা ভবন নামের একটি ছয়তলা ভবনের তৃতীয় তলার একটি বাসায় ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে বাসার জানালার কাঁচ, বাসার ভিতরের আসবাবপত্রসহ সব জিনিসপত্র চুর্ণবিচুর্ণ হয়ে যায়। এই সময় ঘরে অবস্থানকারী এক নারীসহ চারজন আহত হয়। আহতরা হলেন- আবদুল মোতালেব (৫০), মোহাম্মদ আরিফ (২৭), ছমুদা খাতুন (৩০) এবং ইপ্তি (১৭)
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক শহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানান, বিস্ফোরণের ঘটনায় আহত চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।
নগরীর বাকলিয়া থানার এসআই শাহীন ভূইয়া বলেন, এই বিস্ফোরণের উৎস জানা যায়নি। পুলিশ তদন্ত করে দেখছে। তবে বিস্ফোরণের ঘটনাটি গ্যাস সিলিন্ডার থেকে হয়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আহতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।