
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ঝাউতলা সর্দার বাহাদুর নগরে মোহাম্মদ মাসুম (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করা হয়েছে।
সোমবার গভীর রাতে এই হত্যার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন নগরীর খুলশি থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসির উদ্দিন। নিহত মাসুস স্থানীয় অধিবাসী জুলফিকার আলীর ছেলে বলে জানা গেছে।
পুলিশ ভোরের দিকে মাসুমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠিয়েছে। প্রেমঘটিত কারণে এই যুবককে খুন করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে তথ্য পেয়েছে।
পুলিশ জানায়, নারী ঘটিত ঘটনার জেরে মাসুম নামের এক তরুণকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে প্রেমের বিরোধে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে বলে ধারণা করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।