নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন ডাকাত নিহত হয়েছে। এ সময় দুই র্যাব সদস্য আহত হন।
শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৭-এর অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন বলেন, শুক্রবার রাতে মিরসরাই থানা এলাকায় মাইক্রোবাসে করে র্যাবের একটি দল টহল দিচ্ছিল। এ সময় ওই সড়কে ওৎপেতে থাকা ডাকাতদল র্যাবের গাড়িকে যাত্রীবাহী পরিবহন মনে করে গুলি চালায়। এতে মাইক্রোবাসটির একটি চাকা ফুটো হয়ে যায়। পরে র্যাব সদস্যরা গাড়ি থেকে নেমে হামলা গুলি চালায়। এ সময় উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। এতে ডাকাতদলের তিন সদস্য নিহত হয়।
তিনি আরো বলেন, তিন ডাকাত সদস্যের মরদেহ মিরসরাই থানায় রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে আটটি অস্ত্র ও ডাকাতি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।