
চট্টগ্রাম : চট্টগ্রামে সেন্ট প্ল্যাসিডস স্কুলের দেয়াল ধসে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে কোতোয়ালি থানার পাথরঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাসুদুল হক (৪০) ও তার ছেলে তৌসিফ মাহিদ (১৩)। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই পঙ্কজ কুমার বড়ুয়া বলেন, সেন্ট প্ল্যাসিডস স্কুলের দেয়াল ধসে গুরুতর আহত বাবা-ছেলেকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বেশ কিছুদিন ধরে সেন্ট প্ল্যাসিডস স্কুলের সংস্কারকাজ চলছিল। সংস্কারকাজের জন্য দেয়ালের পাশে মাটি খোঁড়া হলে বুধবার দুপুরে বড় দেয়ালটি ধসে এ হতাহতের ঘটনা ঘটে।