চট্টগ্রামে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে তার স্বামী কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

ওই গৃহবধূর নাম শাহিন আকতার (৩৫)। তার স্বামীর নাম আবু তৈয়ব (৪০)। পুলিশ তাকে আটক করেছে।

মঙ্গলবার বিকেল পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।

চন্দনাইশ থানার ডিউটি অফিসার এস আই বাবুল মিয়া খবরের সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে গৃহবধূ শাহিন আকতার খুন হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। শাহিন আকতারকে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে।

ঘটনার পর পরই পুলিশ অভিযুক্ত আবু তৈয়বকে আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে।