চট্টগ্রামে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বন্দর থানা এলাকায় ৯ বছর আগে ইকবাল হোসেন নামে সিএনজি অটোরিকশা চালক স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও শ্যালককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

সোমবার দুপুরে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নুর এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- ইকবালের স্ত্রী সুফিয়া আক্তার প্রিয়া ও শ্যালক মিজান। উভয় আসামিই পলাতক রয়েছে।

রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফখরুদ্দিন চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালে স্ত্রী ও শ্যালক মিলে অটোচালক ইকবালকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ শহরের বাইরে ফেলে আসে। পরে পুলিশি তদন্তে হত্যারহস্য উদ্ঘাটিত হলে স্ত্রী ও শ্যালক মিজানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ১৯ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে দীর্ঘ শুনানির পর প্রায় ৯ বছর পর আদালত এই হত্যা মামলার রায় ঘোষণা করেন।