চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম শহীদ (২৪) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতা নিহত হয়েছেন।

শনিবার সকাল ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শহীদ উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক। মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

জোরালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর বলেন, ‘সড়ক দুর্ঘটনায় শহীদুল ইসলাম নামে একজনের মৃত্যু ঘটেছে। তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি।’