নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর রুবি গেট এলাকা থেকে ১৮ বছর আগের একটি হত্যা মামলার যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বায়েজিদ বোস্তামি থানা পুলিশ।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোহাম্মদ ফোরকান (৪০) নামের এই আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোহাম্মদ মহিউদ্দিন জানান, পারিবারিক বিরোধের জের ধরে ১৮ বছর আগে ১৯৯৮ সালে হাটহাজারী উপজেলায় সাইফুল আলম চৌধুরী (১৫) নামের এক স্কুলছাত্রকে খুন করে পালিয়ে যায় ফোরকান।
এই হত্যাকাণ্ডের ঘটনায় গত বছরের অক্টোবর মাসে আদালত আসামি ফোরকান এবং তার মা, বোন ও মামাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডিত আসামিরা কারাগারে থাকলেও প্রধান আসামি ফোরকান পলাতক ছিল। পুলিশ দীর্ঘ ১৮ বছর পর দণ্ডিত প্রধান আসামিকে সোমবার গ্রেপ্তার করে।