চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাত দিন বিরামহীন সেবা মিলবে

বিশেষ প্রতিনিধি : আগামীকাল ১ আগস্ট মঙ্গলবার থেকে চট্টগ্রাম ও বেনাপোল বন্দরে দিনে ২৪ ঘণ্টা ও সপ্তাহে সাত দিন বিরামহীন সেবা মিলবে।

সোমবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে বন্দরপ্রধানদের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এসব বন্দর ২৪ ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের সভায় বিষয়টি নিয়ে সামগ্রিকভাবে আলোচনা হয়।

সভায় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমানসহ সব স্টেকহোল্ডার উপস্থিত ছিলেন।