চট্টগ্রাম : চট্টগ্রাম সরকারি কলেজে সেমিনার কক্ষে আসন গ্রহণকে কেন্দ্র করে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে।
রোববার দুপুরে ইংরেজি বিভাগের দুই দল ছাত্রের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম কলেজে দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৬/৭ জন ছাত্র চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাধারণ ছাত্ররা জানায়, কলেজের সেমিনার কক্ষে আসন গ্রহণকে কেন্দ্রে করে ইংরেজি বিভাগের দুই দল ছাত্রের মধ্যে সংঘর্ষ হয়। এতে সাত ছাত্র আহত হয়।