নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানা এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা বড়িসহ দুই রিকশাচালককে আটক করেছে পুলিশ।
শনিবার দুপুরে বায়েজিদ থানার নতুন পাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো আবুল কালাম (৩৬) ও আব্দুল হামিদ (২৮)।
বায়েজিদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবা বড়িসহ দুই রিকশাচালককে আটক করে। তারা ইয়াবাগুলো কক্সবাজার থেকে চট্টগ্রামে এনে হস্তান্তরের অপেক্ষায় ছিলো। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।